ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মো. গোলাম ফারুক ডিএসই’র নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শূভেচ্ছার মাধ্যমে অভিনন্দন জানান।
এটিএম তারিকুজ্জামান বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়নের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের দিকে তাকিয়ে আছে লক্ষ লক্ষ বিনিয়োগকারী, তাই পুঁজিবাজারকে প্রাণবন্ত করার জন্য ভালো কোম্পানি আনার পাশাপাশি ভালো বিনিয়োগকারী আনার ব্যাপারে যৌথভাবে উদ্যোগ নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।’
মো. গোলাম ফারুক বলেন, ‘পুঁজিবাজারে আরও বেশি পরিমাণে ভালো সিকিউরিটিজ লিস্টেড করতে হবে ও আরও নতুন নতুন প্রডাক্ট যেমন- নেটিং, ইটিএফ, এটিবি দ্রুত চালু করতে হবে৷ আমি আশা করি সকলের সমন্বিত প্রচেষ্টায়, বিশেষ করে ডিএসই ও সিএসই-এর যৌথ প্রচেষ্টায় দেশের পুঁজিবাজারে পণ্য বৈচিত্রে বৈচিত্রময় করে সকলের আস্থা অর্জনে সক্ষম হব ও এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে।’
ঢাকা বিজনেস/এমএ/