বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর নতুন প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির শাকিলুর রহমান (শাকিল)।
নতুন দায়িত্ব সম্পর্কে শাকিলুর রহমান বলেন, ‘এটি আমার জন্য বড় চ্যালেঞ্জ। ঐতিহ্যবাহী এই সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখতে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। আমাকে প্রচার সম্পাদক করায় সবার কাছে কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, বর্তমানে সিজেএফবির সভাপতি তামিম হাসান ও সাধারণ সম্পাদক খালেদ আহমেদ। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এনাম সরকার।
উল্লেখ্য, দেশের প্রধান জাতীয় সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজপোর্টালের সাংস্কৃতিক সাংবাদিকদের সমন্বয়ে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় সিজেএফবি।
ঢাকা বিজনেস/এন/