তিন দশক পর ফিলিস্তিনে সৌদি রাষ্ট্রদূত


ঢাকা বিজনেস ডেস্ক , : 27-09-2023

তিন দশক পর ফিলিস্তিনে সৌদি রাষ্ট্রদূত

তিন দশক পর ঐতিহাসিক সফরে ফিলিস্তিন ভূখণ্ডে সৌদি আরবের রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আল-সুদাইরি ও তার প্রতিনিধিদল দুই দিনের সরকারি সফরে অধিকৃত পশ্চিম তীরে পৌঁছান। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন আব্বাস ও ফিলিস্তিনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সোমবার, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি রাষ্ট্রদূতের সফরকে স্বাগত জানিয়েছে। এই সফরকে ‘দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক’ বলে বিবেচনা করা হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-এর বরাতে পিএলও মহাসচিব হুসেইন আল-শেখ বলেছেন, ‘আমরা ফিলিস্তিন রাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূতকে স্বাগত জানাই, যিনি তার আনুষ্ঠানিক পরিচয়পত্র উপস্থাপন করবেন।

এর আগে গত আগস্টে আল-সুদাইরি জর্ডানে সৌদি রাষ্ট্রদূত হিসেবে, ফিলিস্তিনে অনাবাসিক দূত ও জেরুজালেমে কনসাল জেনারেল নিযুক্ত হয়েছেন।

ফিলিস্তিনে অনাবাসিক রাষ্ট্রদূত আল-সুদাইরির এই গুরুত্বপূর্ণ সফর ও ফিলিস্তিন রাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগের বিষয়টির প্রশংসা করে প্রেসিডেন্ট আব্বাস বলেন, ‘এই পদক্ষেপটি দুই দেশ ও দুই বন্ধুপ্রতিম জনগণের মধ্যে শক্তিশালী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে অবদান রাখবে।’

বৈঠকের পর সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে দুই পবিত্র মসজিদের হেফাজতকারী বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শুভেচ্ছা পৌছোতে পেরে ও পরিচয়পত্র পেশ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সৌদি আরব ও ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দিয়েছি ও মহান আল্লাহ ইচ্ছায় এই সফরের মধ্যদিয়ে সব ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার সূচনা হবে।’

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com