ব্রাহ্মণবাড়িয়ায় খাল থেকে প্রাইভেটকার উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট , : 27-09-2023

ব্রাহ্মণবাড়িয়ায় খাল থেকে প্রাইভেটকার উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের খাল থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার কুড়িঘরে মহেশ সড়কের পাশে নান্দুরা খালে প্রাইভেটকারটি ভেসে ওঠে। খবর পেয়ে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রাইভেটকারটি খালের পানি থেকে পাড়ে তুলে আনেন। 

নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ বলেন, ‌‘সকালে উপজেলার কুড়িঘরে মহেশ সড়কের পাশে নান্দুরা খালে একটি প্রাইভেটকার ভেসে ওঠে। এই খবরে স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ এসে দমকল বাহিনীর সদস্যদের খবর দেয়। স্থানীয় বাসিন্দাদের নিয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রাইভেটকারটি খালের পানি থেকে পাড়ে তুলে এনেছেন। পরে দমকল বাহিনীর সদস্যরা খালের পানিতে তল্লাশি চালান। তল্লাশিতে খালে কিছু পাওয়া যায়নি। তবে একটা মোবাইল ফোন ও শার্ট পাওয়া গেছে।’ 

তিনি আরও বলেন, ‘প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে প্রাইভেটকারটি দুর্ঘটনায় পতিত হয়েছিল। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রাইভেটকারটি থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।’ 

আজহার/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]