খালেদা জিয়ার কিছু হলে সব দায় শেখ হাসিনার: ফখরুল


স্টাফ রিপোর্টার , : 27-09-2023

খালেদা জিয়ার কিছু হলে সব দায় শেখ হাসিনার: ফখরুল

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‌‘খালেদা জিয়ার কিছু হলে সব দায় শেখ হাসিনাকে নিতে হবে।’ বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। 

যুক্তরাষ্ট্রের ভিসানীতির বিষয়ে মহাসচিব বলেন, ‘ভিসানীতির ফলে বিএনপি কোনো বিপদে নেই, বরং বিএনপির আন্দোলন আরও শক্তিশালী হয়েছে।’

ফখরুল বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশের জন্য লজ্জার। এজন্য এই সরকার দায়ী। এই সরকার দেশকে জিম্মি করে রেখেছে। তাদের কথাবার্তা শোনে মনে হয় এই দেশে শুধু তারাই থাকতে পারবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘মঙ্গলবার এক ছেলের সঙ্গে কথা হলো, সে বিসিএসে লিখিত পরীক্ষায় পাস করেছে। কিন্তু পরিবার বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তার চাকরি হয়নি। বিএনপির সঙ্গে ন্যূনতম সম্পর্ক থাকলে চাকরি বা প্রমোশন হয় না।’

ফখরুল বলেন, ‘হান্নান শাহ দেশ ও রাজনীতিকে ভালোবেসে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তিনি একজন দক্ষ নেতা ছিলেন। আমাদের উচিত তার দেখানো পথে চলা।’

ঢাকা বিজনেস/এম/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com