প্রধানমন্ত্রীকে নিয়ে রাজুর ‘হাসিনা কাব্য’


বিনোদন ডেস্ক , : 27-09-2023

প্রধানমন্ত্রীকে নিয়ে রাজুর ‘হাসিনা কাব্য’

আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তার জন্মদিন উপলক্ষ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু বই লিখেছেন। বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত প্রধানমন্ত্রীর ছবি ঘিরে ছোট ছোট কবিতা লিখেছেন রাজু। সে বইয়ের নামকরণ করেছেন ‘হাসিনা কাব্য’। বইটি উৎসর্গ করা হয়েছে জাতির পিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

উৎসর্গে রাজু জাতির পিতাকে নিয়ে যে কবিতাটি লিখেছেন তা হলো, ‘যেদিন বত্রিশ নম্বরে, ঝরেছিল রক্ত তোমার, সেই থেকে ঝরছে রক্ত, হৃদয়ে আমার, তোমার রক্তে ছিল না তো পাপ, তাই আজ বত্রিশ নম্বর হয়ে গেছে রক্ত গোলাপ’।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে হাসিনা কাব্যের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎসহ আরও বেশ কয়েকজন।

অনুষ্ঠানে রাজুর হাত ধরে চলচ্চিত্রে নায়ক হিসেবে যার অভিষেক হয় অর্থাৎ চিত্রনায়ক সাইমনও উপস্থিত ছিলেন। শাখাওয়াত মুন বলেন, ‘জাকির হোসেন রাজু একজন চমৎকার চলচ্চিত্র নির্মাতা। তিনি বেশ দায়িত্ববোধ নিয়েই দেশ, সমাজ, জাতির ভাবনা মাথায় রেখে চলচ্চিত্র নির্মাণ করেন। তবে এবার অন্যরকম একটি আবিষ্কার দেখলাম তার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশকিছু উল্লেখযোগ্য ঘটনায় তার যে অভিব্যক্তি তা একজন পরিচালক রাজুর চোখে ধরা পড়েছে; যা কোনো অভিনয় নয়, বাস্তব। তা অনুধাবন করে তিনি তা হাসিনা কাব্যে তুলে ধরেছেন। আমার আব্বা তাকে ভীষণ স্নেহ করতেন। যে কারণে আমি তাকে চাচা বলে সম্বোধন করি। রাজু চাচা তার যেকোনো কাজে আমাকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেন। তাতে আমি ভীষণ সম্মানিত বোধ করি, গর্ববোধ করি। আমি হাসিনা কাব্যের সাফল্য কামনা করছি।’

চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘শ্রদ্ধেয় জাকির হোসেন রাজু স্যারের হাত ধরেই ‌জি হুজুর সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আমার আগমন। আমি ভীষণ গর্ববোধ করি যে তিনি আমার ওস্তাদ। প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছিলেন, আমারও সেই সৌভাগ্য হয়েছিল। আমি স্যারের হাসিনা কাব্যের সফলতা কামনা করছি।’

জাকির হোসেন রাজু তার বইটি পড়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।

ঢাকা বিজনেস/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com