ডলি জহুরের গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র


বিনোদন ডেস্ক , : 26-09-2023

ডলি জহুরের গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বরেণ্য অভিনয়শিল্পী ডলি জহুর। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা। আশির দশকের মাঝামাঝি সময়ে টেলিভিশন নাটকে পা রাখেন তিনি। এরই মধ্যে অভিনয় জীবনের সাড়ে ৪ দশক পার করেছেন। প্রাপ্তি হিসেবে পেয়েছেন মানুষের ভালোবাসা। এখন আর তাকে অভিনয়ে সেভাবে নিয়মিত পাওয়া যায় না। ভালো গল্প ও চরিত্র পেলে কালেভাদ্রে দেখা মেলে। সম্প্রতি নাটক পরিচালনাও করেছেন।

এবার গুণী এই অভিনেত্রীর গল্পে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গর্ভধারিণী’। এর চিত্রনাট্য লিখেছেন আসাজ যুবায়ের। পরিচালনা মীর সাব্বির।

১০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে ডলি জহুর ছাড়াও নাইরুজ সিফাত এবং আসাজ যুবায়ের অভিনয় করেছেন। জানা যায়, সম্পাদনা শেষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানো হবে।

ঢাকা বিজনেস/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]