কলকাতার সিনেমার জনপ্রিয় নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ক্যারিয়ারের শুরু থেকেই সুপারহিট সব সিনেমা উপহার দিয়েছেন তিনি। জয় করেছেন দুই বাংলার কোটি দর্শকের মন। আর সবার মতো তার ক্যারিয়ারেও এসেছে জোয়ারভাটা। ব্যক্তিগত জীবনের মাস্তুল বারবার পথ হারাতে চেয়েছে। কিন্তু শক্ত হাতে হাল ধরে এগিয়ে যাচ্ছেন তিনি।
শ্রাবন্তী ফিরছেন নতুন রূপে, নতুন চমক নিয়ে। পর্দায় নিজেকে তুলে ধরতে যাচ্ছেন তিনি দেবী চৌধুরাণীর মতো দোর্দণ্ড প্রতাপশালী ঐতিহাসিক চরিত্রে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’ নিয়ে সিনেমা নির্মাণ করছেন শুভ্রজিৎ মিত্র। ছবির নামভূমিকায় থাকছেন শ্রাবন্তী। এরই মধ্যে সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে, যা বেশ আলোচনার জন্ম দিয়েছে।
দেবী চৌধুরাণীর মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয় যেকোনো অভিনেত্রীর জন্যই চ্যালেঞ্জিং। কারণ সাদাকালো যুগে এই শক্তিশালী চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছিলেন বাংলা সিনেমার মহানায়িকা খ্যাত সুচিত্রা সেন। তাই এ চরিত্রে অভিনয়কে শ্রাবন্তীও দেখছেন চ্যালেঞ্জ হিসেবে। আর সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। অনেক কসরত করে নিজেকে তৈরি করেছেন দেবী চৌধুরাণীর জন্য। গ্ল্যামার এড়িয়ে একজন অভিনেত্রী হয়ে ওঠার চেষ্টা করেছেন।
কয়েক দিনের ব্যবধানে মেদ ঝরিয়ে শরীরের ওজন কমিয়েছেন ১০ কেজি। উপন্যাসের পাতা উল্টে চরিত্র বুঝে নেওয়ার চেষ্টায়ও কমতি রাখেননি। ঘোড়সওয়ারির ভীতি কাটিয়ে দিনের পর দিন প্রশিক্ষণ নিয়েছেন। শুধু তা-ই নয়, ঘোড়ার পিঠে দীর্ঘ সময় কাটানোর সুবাদে বন্ধুত্বও গড়ে ওঠে দুরন্ত গতিতে ছুটে চলা এই প্রাণীর সঙ্গে। এর বাইরেও তলোয়ার থেকে শুরু করে বিভিন্ন অস্ত্রচালনায় পারদর্শী হয়ে উঠেছেন। সব রকম প্রশিক্ষণ শেষেই ঘোষণা দিয়েছেন, তিনি দেবী চৌধুরাণী হতে প্রস্তুত।
চরিত্রটির জন্য শ্রাবন্তীর লড়াকু মানসিকতায় অবাক তো বটেই, অনুপ্রাণিত সিনেমাটির পরিচালক ও টিম। তারা অপেক্ষা করছেন পর্দায় দেবী চৌধুরাণী হয়ে ঝড় তুলবেন অভিনেত্রী।
নির্মাতা জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি শেষ। আসছে নভেম্বরে শুরু হবে ছবির শুটিং। এ ছবির গুরুত্বপূর্ণ আরেক চরিত্র ভবানী পাঠকের ভূমিকায় থাকছেন টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ঢাকা বিজনেস/এন