প্রিমিয়ার লিগে একই দিনে জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার (২৩ সেপ্টেম্বর) প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দিনের অপর ম্যাচে ব্রুনো ফার্নান্দেজের একমাত্র গোলে বার্নলিকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
খেলার ১৪ মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে ম্যানচেস্টার সিটির দুই গোল। আরেকটি গোলবন্যার কথাই হয়ত সবার মনে উঁকি দিচ্ছিল। কিন্তু সেখানেই থেমেছে সিটি। আর গোল তো হয়নি-ই, উল্টো লাল কার্ড দেখে পরিণত হয়েছিল দশজনের দলে।
স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি দারুণ পাস দিয়েছিলেন কাইল ওয়াকারকে। ইংলিশ ফুলব্যাক সেই বল বাড়ান ফোডেনের উদ্দেশ্যে। দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন এই ইংলিশ মিডফিল্ডার।
এর ঠিক সাত মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হলান্ড। ফোডেন পাস বাড়িয়েছিলেন ম্যাথুস নুনেসকে। তিনি ওপর দিয়ে বল পাঠান পোস্টের কাছে চলে আসা হলান্ডকে। অসাধারন হেডে ব্যবধান দ্বিগুণ করেন এই নরওয়েজিয়ান গোলমেশিন।
প্রথমার্ধে বলের দখল ৭৮ শতাংশ রেখেও আর গোল করতে পারেনি সিটি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটির মিডফিল্ডার রদ্রি। কর্নার লাইনের কাছে ফরেস্টের ইংলিশ মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইটের সঙ্গে ঝামেলা বাধলে তার গলা চেপে ধরেন রদ্রি। সঙ্গে সঙ্গে রেফারি তাকে লালকার্ড দেখান। পরে অবশ্য ভিএআরে আবার চেক করেন রেফারি কিন্তু তাতে সিদ্ধান্ত বদলেনি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ফরেস্ট। এই অর্ধে সিটির বলের দখল নেমে আসে ৫৮ শতাংশে।
এই জয়ে ছয় খেলার সব কয়টি জিতে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। ৫ ম্যাচে ১৩ পেন্ট নিয়ে দুইয়ে টটেনহ্যাম। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন ও চারে লিভারপুল ও আর্সেনাল।
এদিকে দুই ম্যাচ পর জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের আরেক ম্যাচে বার্নলির মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে ইউনাইটেড। ৪৫ মিনিটে একমাত্র গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। লিগে টানা দুই ম্যাচে হারার পর জয়ের মুখ দেখল ইউনাইটেড। এই জয়ে ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে এরিক টেন হ্যাগের দল।
ঢাকা বিজনেস/এমএ/