সাংস্কৃতিক বিনিময় ভারত ও বাংলাদেশের বন্ধন সুদৃঢ় করেছে:সংস্কৃতি প্রতিমন্ত্রী


ঢাকা বিজনেস ডেস্ক , : 23-09-2023

সাংস্কৃতিক বিনিময় ভারত ও বাংলাদেশের বন্ধন সুদৃঢ় করেছে:সংস্কৃতি প্রতিমন্ত্রী

ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, আত্মিক ও রক্তের বন্ধনে আবদ্ধ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। তিনি বলেন, সাংস্কৃতিক বিনিময় ভারত ও বাংলাদেশের এ বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 'ইন্দো-বাংলা বন্ধন গ্রুপ শিল্প প্রদর্শনী ২০২৩' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন্তব্য। 

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘আগে আমাদের গ্রামে-গঞ্জে জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদী, মারফতি, গাজীর গান প্রভৃতি শোনা যেত। তবে আধুনিকতার সংস্পর্শে আমাদের এসব লোকজ গান ও ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এখন আমাদের গান চর্চা হচ্ছে ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে। তবে সেটি খারাপ কিছু নয়। সেজন্য আমাদের আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সমন্বয় সাধন করতে হবে।’ 

'লিভিং আর্ট' এর পরিচালক ড. বিপ্লব গোস্বামী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিসিআর হিন্দি চেয়ার ড. পুনম গুপ্ত।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী জাতীয় চিত্রশালা ভবনের ৬ নং গ্যালারিতে 'লিভিং আর্ট' আয়োজিত এ প্রদর্শনী ঘুরে দেখেন। 

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com