আর্জেন্টিনাকে ৮ গোলে উড়িয়ে দিল জাপান


ক্রীড়া ডেস্ক , : 23-09-2023

আর্জেন্টিনাকে ৮ গোলে উড়িয়ে দিল জাপান

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মেয়েদের চোখের জলে ভাসিয়েছে জাপানের মেয়েরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান।। শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা আলবিসেলেস্তে মেয়েরা বিধ্বস্ত-ই হয়েছে বলা চলে। জাপানের কাছে তারা ৮-০ গোলের বড় ব্যবধানে হেরেছে।

আর্জেন্টিনার পুরুষ দল বেশ শক্তিশালী হলেও নারী ফুটবলে তেমন শক্তিশালী নয় দেশটি। এশিয়া সফরে এসে তারা জাপানের কাছে বড় ব্যবধানের হারের লজ্জা নিয়েই ঘরে ফিরছে।

পুরো ম্যাচে আর্জেন্টিনার গোলমুখে ব্লু সামুরাইরাদের দলটি ২৪টি শট নেয়, যার ১৪টি-ই ছিল অন-টার্গেট। বিপরীতে আর্জেন্টিনা সাকুল্যে শট নিয়েছে দুটি, যার একটিই কেবল লক্ষ্যে রাখতে পেরেছে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম লিড পায় জাপান। তানাকার গোলে এগিয়ে যায় তারা। হাসেগাওয়া পেনাল্টি থেকে গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় জাপান। 

দলটিকে ৩-০ গোলে এগিয়ে নেন তাকাহাশি। ৩৯ মিনিটে দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। জাপানের মেয়েদের আক্রমণাত্মক ফুটবলে ৪ গোল হজম করে বিরতিতে যায় আর্জেন্টিনা। 

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে জাপান। ৬১ মিনিটে সেইকে, ৬৬ মিনিটে সুগিতা ও ৮০ মিনিটে ইউয়োকি পেনাল্টি থেকে দলের সপ্তম গোল করেন। শেষ মিনিটেও গোল হজম থেকে রক্ষা পায়নি আর্জেন্টিনার মেয়েরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেইকে গোল করলে ৮-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জাপানি মেয়েরা।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com