রামপালের কয়লা নিয়ে মোংলায় বাণিজ্যিক জাহাজ


বাগেরহাট প্রতিনিধি , : 23-09-2023

রামপালের কয়লা নিয়ে মোংলায় বাণিজ্যিক জাহাজ

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলাবন্দরে ভিড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।   শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-১১ নম্বরে নোঙর করে জাহাজটি। জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিকের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। 

সহকারী ব্যবস্থাপক জানান,  সকালের শিফট  থেকে জাহাজ থেকে কয়লা লাইটার ভেসেলে খালাস শুরু হয়েছে। ওই লাইটারেজে করে কয়লা নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর  ইন্দোনেশিয়ার মুয়ারা পাত্তাই বন্দর বাংলাদেশের  উদ্দেশে ছেড়ে আসে এমভি বসুন্ধরা ইমপ্রেস।  

খন্দকার রিয়াজুল হক বলেন, ‘জাহাজটি ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশে আসে। সেখান থেকে প্রথমে ১৮ হাজার ৪০০ মেট্রিক টন কয়লা চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়। সেগুলো লাইটার যোগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। জাহাজে থাকা অবশিষ্ট ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ ভোরে  জাহাজটি মোংলায় নোঙ্গর করে।’

এই কর্মকর্তা আরও জানান, ‘কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে এই কয়লা লাইটার জাহাজে করে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে ইয়ার্ডে রাখা হবে।’

ঢাকা বিজনেস/বাপ্পা/এনই 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]