বৃষ্টিতে ভেস্তে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ


ক্রীড়া ডেস্ক , : 21-09-2023

বৃষ্টিতে ভেস্তে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ প্রথম ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে বৃষ্টিতে পঞ্চম ওভারেই খেলা বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট বন্ধ থাকার পর ৮ ওভার কমিয়ে আবারও খেলা মাঠে গড়ায়। ৩৩.৪ ওভারে এসে  ফের বৃষ্টির হানায় পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ।

বৃষ্টির আগে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান। প্রথম ধাপে বৃষ্টি বন্ধ হওয়া পর খেলা শুরু হলে নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেনকে ফেরান মোস্তাফিজ। নুরুলের ক্যাচ হয়ে ফেরার আগে ৯ রান করেন অ্যালেন। বেশিক্ষণ টিকতে পারেননি তিন নম্বরে নামা চ্যাড বোয়েসও। ১ রান করতেই তাকে ফেরত পাঠিয়েছেন মোস্তাফিজ।

পরপর দুই উইকেট হারানোর পর ভয়ংকর হয়ে উঠছিল নিকোলাস-ইয়ং জুটি। দলীয় ১১৩ রানে নিকোলাসকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন কাটার মাস্টার। এতে ভেঙে যায় ৯৭ রানের জুটি। যে কোনো উইকেটে মিরপুরের মাঠে এটি তাদের সর্বোচ্চ জুটি। এরপর নতুন ব্যাটারকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ইয়ংও। তাকে ফিরিয়েছেন নাসুম। তার ঘূর্ণিতে স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে ৯১ বলে ৫৮ রান করেন উইল ইয়ং। এক বল বাদেই রাচিন রবিন্দ্রকে এলবির ফাঁদে ফেলেন নাসুম।

ঢাকা  বিজনেস/এমএ/

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com