মুক্তি পেল ওয়ানডে বিশ্বকাপের থিম সং


ক্রীড়া ডেস্ক , : 20-09-2023

মুক্তি পেল ওয়ানডে বিশ্বকাপের থিম সং

আর মাত্র কিছুদিনের অপেক্ষা।এর পর ভারতের মাটিতে পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। ক্রিকেটের সবচেয়ে বড় আসরের উত্তেজনা ছড়াতে শুরু করেছে। এবার সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিতে মুক্তি দেওয়া হয়েছে বিশ্বকাপের থিম সং। 

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ১২টায় মুক্তি দেওয়া হয়েছে  'দিল জশন বলে'র শিরোনামের ওয়ানডে বিশ্বকাপ থিম সং।

এবারের বিশ্বকাপের থিম সং-এর নাম ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ-'হৃদয় উদযাপন করে'। থিম সং-এ পারফরম্যান্স করেছে বলিউড সুপারস্টার রনবীর সিং। ৩ মিনিট ২১ সেকেন্ডের গানটির সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম। এর আগেই গানের পোস্টার টুইটারে শেয়ার করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, বুধবার ভারতীয় সময় দুপুর ১২টায় মুক্তি পাবে গানটি।

গানটিতে একটি ট্রেনের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে যাত্রীদের সঙ্গে বিশ্বকাপের উত্তাপ ছড়ানো গানে মাতেন বলিউড হিরো রনবীর সিং ও গানের সুরকার প্রীতম।

থিম সং ছাড়াও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নানা আয়োজন আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হলেও ৪ অক্টোবর হবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ অধিনায়ককে নিয়েও আছে বিশেষ আয়োজন।

আইসিসি বিশ্বাস করে যে, বিশ্বকাপের থিম সংটি দলের খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণামূলক উত্স হিসাবে কাজ করবে। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবে এই গানটি ভক্তদের উদযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com