বগুড়ায় আলুর হিমাগারে অভিযান, আটক ৩


বগুড়া সংবাদদাতা , : 19-09-2023

বগুড়ায় আলুর হিমাগারে অভিযান, আটক ৩

বগুড়ার শিবগঞ্জে হিমাগারে অভিযান চালিয়ে অবৈধ আলু মজুত রাখা ও চড়া দামে বিক্রির অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার কাশিপুর আর অ্যান্ড আর পটেটো কোল্ড স্টোরেজে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান তথ্যটি নিশ্চিত করেন। 

অভিযানে আটককৃতরা হলেন, শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের চাকলমা গ্রামের রিপন মিয়া(৩০), দেউলী ইউনিয়নের ভরিয়া গ্রামের শাহআলম(৫৮) ও পিরব ইউনিয়নের দাইমোল্লা গ্রামের জাহিদ হাসান(২২)।

এএইচএম সফিকুজ্জামান জানান, গত দেড় মাস যাবৎ আলুর বাজার অস্থিতিশীল রয়েছে। দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে দালালরা ইচ্ছাকৃত ভাবে আলুর দাম বাড়াচ্ছে। এই অপতৎপরতা থামাতে ও আলুর দাম সহনীয় পর্যায়ে আনতে আজ  আরঅ্যান্ডআর পটেটো কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com