স্টক ব্রোকার সনদ পেলো এসবিআই সিকিউরিটিজ


স্টাফ রিপোর্টার , : 19-09-2023

স্টক ব্রোকার সনদ পেলো এসবিআই সিকিউরিটিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক হোল্ডার এসবিআই সিকিউরিটিজ স্টক ব্রোকার সনদ পেয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ অক্টোবর স্টক ব্রোকার সনদ পেয়েছে এসবিআই সিকিউরিটিজ। প্রতিষ্ঠানটির স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সনদ নাম্বার রেজি-৩.১/ডিএসই-৩০০/২০২২/৬৪৭ প্রতিষ্ঠানটির স্টক ব্রোকার ট্রেডিং কোড হচ্ছে এসবিআই।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]