ব্লক মার্কেটে লেনদেন ৩৮ কোটি টাকা


স্টাফ রিপোর্টার , : 19-09-2023

ব্লক মার্কেটে লেনদেন ৩৮ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে শেয়ার লেনদেন হয়েছে মোট ৬৬টি কোম্পানির। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ৯৭ লাখ ২৫ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ১৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ইসলামী ইন্স্যুরেন্স ৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ইনফরেমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১ কোটি ১৮ লাখ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ২১ লাখ টাকা, জনতা ইন্স্যুরেন্স ১ কোটি ১২ লাখ টাকা ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com