গবিতে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত


গবি সংবাদদাতা , : 19-09-2023

গবিতে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

'চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির; জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর' স্লোগানে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বাংলা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ১৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। লটারির মাধ্যমে প্রতিযোগীরা তাদের বক্তব্যের বিষয় বাছাই করার সুযোগ পান। 

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা ও আবৃত্তি প্রশিক্ষক এনামুল হক, সহকারী অধ্যাপক আবু রায়হান ও সঙ্গীত পরিচালক এনায়েত এ মওলা জিন্নাহ। 

বিচারক এনায়েত এ মওলা জিন্নাহ বলেন , 'ভুল-ভ্রান্তি হবেই কিন্তু নিজেকে বোঝাতে হবে আমি পারবো। বাংলা বিভাগ এরকম একটা উদ্যোগ নিয়েছে, আমি সত্যি আনন্দিত। এমন প্রতিযোগিতা প্রতি মাসে একটি হলেও চাই।'

প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১ম স্থান অধিকারী তাহমিনা তানজিল তুলি বলেন, 'আমি যখন প্রথম জানলাম এরকম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তখন খুব ভালো লাগলো। আমরা যারা নিজের মতামত তুলে ধরতে চাই, তাদের জন্য এ রকম একটা আয়োজন সত্যি প্রয়োজন ছিল।'

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক মনসুর মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য সকল শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী।

ঢাকা বিজনেস/সেতু/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]