এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়ায়ে সুপার ফোরে ম্যাচে শ্রীলঙ্কাকে টেক্কা দিতে মাঠে নামবে ইনজুরিতে আক্রান্ত পাকিস্তান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কলম্বো প্রেমদাস স্টেডিয়ামে বৃষ্টি বাধায় ২ ঘণ্টা বিড়ম্বনায় ম্যাচটি শুরু হয়েছে। বৃষ্টির কারণে কাটা হয়েছে ওভার। উভয় দল খেলার সুযোগ পাবে ৪৫ ওভার করে। পাকিস্তান তাদের স্কোয়াডে ৫টি পরিবর্তন এনেছে। শ্রীলঙ্কা এনেছে দুটি।
পাকিস্তান-শ্রীলঙ্কার বাঁচা-মরার ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে উঠে যাবে লঙ্কানরা। কারণ, এই ম্যাচ পরিত্যক্ত হলে রানরেটের হিসাবে ফাইনাল খেলবে তারা। বর্তমানে শ্রীলঙ্কার রানরেট (-০.২০০) আর পাকিস্তানের (-১.৮৯২)। সুপার ফোরের আরেক দল বাংলাদেশ এরই মধ্যে এশিয়া কাপ থেকে ছিটকে গেছে।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ হারিস, ফখর জামান, বাবর আজম , মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও জামান খান।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিকক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শনাকা, দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকসানা, প্রমোধ মাদুশান ও মথিসা পাথিরানা।
ঢাকা বিজনেস/এমএ/