বাগেরহাটে ১২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


বাগেরহাট প্রতিনিধি , : 14-09-2023

বাগেরহাটে  ১২ ডেঙ্গু রোগী  হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ১২ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এই নিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪০ ডেঙ্গু রোগী। বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

জালাল উদ্দিন বলেন, 'গত ২৪ ঘণ্টায় ১২ ডেঙ্গু রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আগে গত ৮ সেপ্টেম্বর রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফকিরহাট উপজেলার আড়ুয়াডাঙ্গ গ্রামে শাহবুল সরদার (৪৫) নামের এক ব্যাক্তি মারা গেছেন। এছাড়া গত জুলাই ও আগস্ট মাসে ফকিরহাট উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এ নিয়ে ফকিরহাট উপজেলায় ৩ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।' 

বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, 'সদর হাসপাতাল থেকে এ পর্যন্ত ৩৫০ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ৩২ বেডের একটি ইউনিট চালু রাখা হয়েছে।' 

ঢাকা বিজনেস/বাপ্পা/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]