খুশকি ঠেকাতে ভেষজ


ঢাকা বিজনেস ডেস্ক , : 13-09-2023

খুশকি ঠেকাতে ভেষজ

প্রায় সবার চুলেই থাকে খুশকির সমস্যা। খুশকির কারণে চুল ঝরা, চুলের রুক্ষতাসহ বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশনও দেখা দেয়। তবে খুশকি ঠেকাতে কার্যকর ভেষজ উপাদান। চলুন, জেনে নেওয়া যাক। 

নারকেলের দুধ

নারকেলের দুধ ও তেল খুশকির প্রকোপ কমাতে খুবই কার্যকর। কোরানো নারকেল অল্প পানি দিয়ে ব্লেন্ড করুন। রসটা ছেঁকে নিন। সপ্তাহে এক দিন এই নারিকেল দুধের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগান। ১ ঘণ্টা পর শ্যাম্পু করুন। খুশকি দূর করার পাশাপাশি চুলের গোড়াও মজবুত হবে এতে। প্রাকৃতিকভাবে চুল নরম ও সিল্কি হবে।

পেঁয়াজের রস

দুটি পেঁয়াজ এক কাপ পানিতে ব্লেন্ড করে রস ছেঁকে নিন। সব চুলের গোড়ায় এই রস ভালো করে লাগিয়ে ম্যাসাজ করুন। একটা শাওয়ার ক্যাপ পরে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু করুন। সপ্তাহে এক দিন করে নিয়মিত লাগান।

টকদই

খুশকি দূর করতে টকদই বেশ কার্যকর। ১ কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিন। মাথার ত্বক ও চুলে তুলার বল দিয়ে লাগান। ১২ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চাইলে টকদইয়ের সঙ্গে একটা ডিম মিশিয়ে নিতে পরেন। শুষ্ক চুল উজ্জ্বল ও ঝলমল হয়ে উঠবে।

ঢাকা বিজনেস/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com