বৃষ্টিতে বন্ধ ভারত-শ্রীলঙ্কা ম্যাচ


ক্রীড়া ডেস্ক , : 12-09-2023

বৃষ্টিতে বন্ধ ভারত-শ্রীলঙ্কা ম্যাচ

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে লঙ্কান স্পিন ঘূর্ণিতে লন্ডভন্ড ভারতের ব্যাটিং লাইন আপ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে ভারত। তবে ভারতের ইনিংস শেষ হওয়ার আগে বৃষ্টির বাগড়ায় আপাতত বন্ধ রয়েছে ম্যাচ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত  ভারতের সংগ্রহ ৪৭ ওভার শেষে ভারতের ৯ সংগ্রহ  উইকেটে ১৯৭ রান।

রোহিত-গিলের উদ্বোধনী ৮০ রানের জুটিতে দারুণ সূচনা পায় ভারত।রোহিত শর্মা করেন ৫৩ রান। স্কোর বোর্ডে ১০০ রান যুক্ত করার পর টপ অর্ডারের ৪ ব্যাটরকে হারিয়ে চাপে ভারত। পরে ইশান কিষাণ ও কেএল রাহুলের দায়িত্বশীল ব্যাটিংয়ের ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়েছিল ভারত।রাহুল ও ইশান কিশান চতুর্থ উইকেটে ৬৩ রান করার আগে ওয়েললাজ নেন তিন উইকেট। এরপর রাহুলকেও আউটি করেণ এই লঙ্কান স্পিনার। শেষ পর্যন্ত বাঁহাতি শ্রীলঙ্কার স্পিনারের চূড়ান্ত শিকার হন হার্দিক পান্ডিয়া। 

শ্রীলঙ্কাকে একাই ৫ উইকেটই এনে দিয়েছেন ডুনিথ ওয়েলালেজ।  আসালাঙ্কা তুলে নেন ৪ উইকেট। 

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com