মুশফিক পরিবারে নতুন অতিথি


ক্রীড়া ডেস্ক , : 11-09-2023

মুশফিক পরিবারে নতুন অতিথি

কন্যাসন্তানের বাবা হলেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। সোমবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন মুশফিক।

অভিজ্ঞ এই ক্রিকেটার ও তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডিরের কোলজুড়ে এবারে এসেছে একটি মেয়ে।

মুশফিকের প্রথম সন্তান মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়ে মুশফিক লেখেন, 'আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ.. সর্বশক্তিমান আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা এবং শিশু উভয়েই পর্যবেক্ষণে আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে চলতি এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর দেশে ফিরে আসেন মুশফিক। সন্তানকে দেখতেই টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে এসেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুশফিক। এই দম্পতির ঘরে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম নেন ছেলে শাহরোজ রহিম মায়ান।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com