মৃদঙ্গ সম্মাননা পেলেন জাকির জাফরানসহ ৩ জন


স্টাফ রিপোর্টার , : 09-09-2023

মৃদঙ্গ সম্মাননা পেলেন জাকির জাফরানসহ ৩ জন

কামরুল বাহার আরিফ সম্পাদিত ছোটকাগজ মৃদঙ্গ-এর উদ্যোগে মৃদঙ্গ সাহিত্য সম্মাননা পেলেন কবি জাকির জাফরানসহ তিন জন। ২২ সেপ্টেম্বর শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য‘মৃদঙ্গ সাহিত্য উৎসব ২০২৩’-এর এই তিন জনের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। এই উৎসব অনুষ্ঠিত হবে। শনিবার (৯ সেপ্টেম্বর) কামরুল বাহার আরিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাহিত্য-সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য তিনটি শাখায় মৃদঙ্গ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাখাগুলো হলো: কবিতা, কথাসাহিত্য ও সাংবাদিকতা। এরমধ্যে কবিতায় জাকির জাফরান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ ও সাংবাদিকতায় শিবলী নোমানকে এবার সম্মাননা দেওয়া হবে।

উৎসব কমিটি মনে করে প্রস্তাবিত সকলেই সম্মাননা পাওয়ার যোগ্য এবং বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় তাঁরা সবাই বিশেষ অবদান রেখে চলেছেন। আগামী ২২ সেপ্টেম্বর এই তিন জনকে মৃদঙ্গ সম্মাননায় ভূষিত করা হবে।

উৎসবের আহ্বায়ক ও মৃদঙ্গ সম্পাদক কামরুল বাহার আরিফ বলেন, ‘যারা বাংলা সাহিত্যে ও সাংবাদিকতায় নিবেদিত প্রাণ হিসেবে নিরন্তর কাজ করে চলেছেন, তাদের অনুপ্রেরণা ও স্বীকৃতি দিতেই এই উৎসব ও সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]