সাংবাদিকেরা বাস্তব জীবনে দেশের জন্য অনেক সংগ্রাম করেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, সাংবাদিকেরা যেন নিরাপদে থাকেন, সেই ব্যবস্থা আমরা করবো। শুক্রবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সভায় তিনি এ আশ্বাস দেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো, আপনাদের (সাংবাদিকদের) মাথার ওপর যেন ছাদের ব্যবস্থা হয় ও অল্প জায়গা বেশি ব্যবস্থা করা যায়, সেই চেষ্টা করবো।’
মো. এনামুর রহমান বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) আবাসন বা ভূমির জন্য দুটি আবেদন করবেন। একটি আমাকে অ্যাড্রেস করে, অন্যটি ভূমি মন্ত্রণালয়কে। আপনারা যেন নিরাপদে থাকেন, সেই ব্যবস্থা আমরা করবো।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম। তিনি দাবি জানিয়ে বলেন, ‘রাষ্ট্রীয় নীতি হয়েছে দেশে কোনো গৃহহীন ভূমিহীন থাকবে না। তাহলে সাংবাদিকরা কেন গৃহহীন ও ভূমিহীন থাকবে? আমি এই নীতির বাস্তবায়ন চাই।’
সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল এসময় একই দাবি জানিয়ে বলেন, ‘বেশির ভাগ সাংবাদিক বাইরে যেমন বীর, বাস্তবে কিন্তু অনেক অসহায়। তাদের জন্য মাথা গোঁজার ঠাঁই হলে ভালো হয়। অন্তত দিন শেষে একটি ছাদের নিচে ঘুমাতে পারবে।’
ঢাকা বিজনেস/মাহি/এমএ/