রাজধানীর পুরান ঢাকার বাবুবাজারে লায়ন টাওয়ারের ৭ম তলায় কাপড়ের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ারের গণমাধ্যম শাখার কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ঢাকা বিজনেসকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসকর্মীরা। ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশনের ২টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, বাবুবাজারে লায়ন টাওয়ার নামের ৮ম তলা ভবনের ৭ম তলায় কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। রাত ৯টা ৩৮ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনে সামগ্রিক ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহত হয়নি বলে জানান তিনি।
ঢাকা বিজনেস/এইচ