জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে সম্মত সৌদি-রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক , : 07-09-2023

জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে সম্মত সৌদি-রাশিয়া

বৈশ্বিক জ্বালানি তেলের বাজার স্থিতিশীল করার প্রচেষ্টা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (৬ সেপ্টেম্বর) এক ফোনকলে বাজার স্থিতিশীল  রাখতে সম্মতি প্রকাশ করেন তারা। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সৌদি গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩  সালের ব্রিকস শীর্ষ সম্মেলনসহ অভিন্ন স্বার্থের বেশ কয়েকটি বিষয় নিয়েও আলোচনা করেছেন সৌদি প্রিন্স সালমান ও রুশ প্রেসিডেন্ট পুতিন। এছাড়া অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে সৌদির আগ্রহ ও ব্রিকস দেশগুলির সঙ্গে সহযোগিতার আকাঙ্ক্ষা নিয়েও আলোচনা করা হয়।

ফোনকলে, সৌদি আরব ও রাশিয়ার মধ্যে বিশিষ্ট দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে তাদের বিকাশের সুযোগগুলিও নিয়েও পর্যালোচনা করা হয়েছিল।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]