কক্সবাজারে ট্রলার থেকে ১০ লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১


কক্সবাজার প্রতিনিধি , : 07-09-2023

কক্সবাজারে ট্রলার থেকে ১০ লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে ১০ লাশ উদ্ধারের ঘটনায় ‘দস্যু সর্দার’ খাইরুল বশর সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে তাকে পুলিশ গ্রেপ্তার করে। তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (গোয়েন্দা) দুর্জয় বিশ্বাস এই জানান। 

দুর্জয় বিশ্বাস জানান, গত ২৩ এপ্রিল গুরা মিয়া নামক এক ব্যক্তির মালিকানাধীন একটি ট্রলারের হিমঘর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৫ এপ্রিল ট্রলারের মালিক নিহত শামশুল আলম প্রকাশ সামশু মাঝির স্ত্রী রোকেয়া বেগম ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা করেন।

এই তদন্ত কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, মামলার এজাহারের প্রধান আসামি বাইট্টা কামাল ও তার ভাই ইমাম হোসেন, বাঁশখালীর বাসিন্দা ফজল কাদের মাঝি ও আবু তৈয়ুব মাঝি, মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খায়ের হোসেন, চকরিয়ার বদরখালী এলাকার মো. নুর নবীর ছেলে গিয়াস উদ্দিন মুনির, মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার এস্তেফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন ও করিম সিকদার।

গ্রেপ্তার ৮ জনের মধ্যে করিম সিকদার ও বাইট্টা কামালের ভাই ইমাম হোসেন ছাড়া বাকি ৬ আসামি আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

দুর্জয় বিশ্বাস বলেন, ‘আলোচিত এ ঘটনা তদন্তে ‘দস্যু সর্দার’ সুমনের নাম সামনে আসে। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাতে থাকে। কিন্তু ঘটনার পর সুমন আত্মগোপনে চলে যায়।  তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। 

গ্রেপ্তার খাইরুল বশর সুমন মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের মৃত মোস্তাক আহমদের ছেলে।’

গ্রেপ্তার সুমনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা দুর্জয় বিশ্বাস বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন বলে, সে অস্ত্র-সরঞ্জাম ও অর্থ জোগান দিয়ে ৭ এপ্রিল ১২-১৩ জনের একটি গ্রুপকে সাগরে ডাকাতির উদ্দেশ্যে পাঠিয়েছিল। এতে নেতৃত্ব দিয়েছিল ঘটনায় নিহত ট্রলার মালিক শামসুল আলম মাঝি।’ 

সুমনকে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এই তদন্ত কর্মকর্তা।

ঢাকা বিজনেস/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com