ঢাকা-ভাঙ্গা পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু আজ


স্টাফ রিপোর্টার , : 07-09-2023

ঢাকা-ভাঙ্গা পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু আজ

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথ প্রস্তুত হয়েছে। বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) এই রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে।

এর আজে বুধবার (৬ সেপ্টেম্বর) পরীক্ষামূলক একটি বিশেষ ট্রেন ভাঙ্গা থেকে কমলাপুর রেলস্টেশনে পৌঁছে। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে পরীক্ষামূলক ট্রেনটি রাজবাড়ী থেকে ছাড়ে। এরপর ট্রেনটি ফরিদপুর স্টেশনে যায়। সেখান থেকে ভাঙ্গা হয়ে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পৌঁছে।

এদিকে, বৃহস্পতিবার সকালে পরীক্ষামূলক এ যাত্রায় ট্রেনটি সাতটি বগি নিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ মন্ত্রিপরিষদের সদস্য, স্থানীয় সংসদ সদস্য, রেলওয়ের কর্মকর্তা ও গণমাধ্যমের কর্মীরা থাকবেন।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলী সিবলি সাদিক গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পাঁচটি স্টেশনই এখন প্রায় প্রস্তুত। খুঁটিনাটি যে কাজ বাকি আছে, তা প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই শেষ হয়ে হবে।

আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন করবেন।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com