শেয়ারবাজারে আসতে চায় ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং


স্টাফ রিপোর্টার , : 06-09-2023

শেয়ারবাজারে আসতে চায় ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং

দেশের শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে চায় পোশাক খাতের প্রতিষ্ঠান ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং লিমিটেড। এ লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর বারিধারায় ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী, ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং’র করপোরেট উপদেষ্টা হিসেবে কাজ করবে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল। পাশাপাশি প্রতিষ্ঠানটি শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল’র পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার এবং ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং’র পক্ষে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ.এল.এম. জিয়াউল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং’র ডিরেক্টর অপারেশনস জুবায়ের বিন জিয়া রুবাবসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com