ত্বকের উজ্জ্বলতায় টক দই


ঢাকা বিজনেস ডেস্ক , : 06-09-2023

ত্বকের উজ্জ্বলতায় টক দই

পুজো আসতে আর কয়েকদিন বাকি। তাই এখন থেকে নজর দিতে হবে ত্বকের প্রতি। শুরু করতে হবে রূপচর্চা। আর এ চর্চায় বেছে নিন টক দইকে। ত্বকে উজ্জ্বলতা ফেরাতে ও ত্বককে মোলায়েম রাখতে দই দারুণ কার্যকরী। নিয়মিত দইয়ের ফেসপ্যাক ব্যবহারে দূর হবে বলিরেখাও।

যেভাবে বানাবেন দই দিয়ে ফেসপ্যাক

১. টকদইয়ের সঙ্গে ওটস ও মধু মিশিয়ে দারুণ প্যাক তৈরি করা যায়। সমপরিমাণ ওটস, মধু ও টকদই নিয়ে একসঙ্গে একটি পেস্ট তৈরি করুন। আপনার মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে দুদিন ব্যবহার করলেই ফল পাবেন।

২. সমপরিমাণ টমেটোর রস ও টকদই মিশিয়ে নিন। কিছুদিন পর আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। চাইলে অ্যালোভেরা জেলও মিশিয়ে নিতে পারেন। এতে দ্রুত রোদে পোড়া ভাব কমে আসবে।

৩. চন্দন ও টকদইয়ের মিশ্রণ ত্বকের জন্য খুবই উপকারী। দুই চা চামচ চন্দন গুঁড়ার সঙ্গে পরিমাণমতো টকদই মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে ও গলায় লাগিয়ে কমপক্ষে ২৫ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর ভালো করে ধুয়ে ফেলতে হবে। যাদের ত্বক তৈলাক্ত তারা এই প্যাকে সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে নেবেন যা আপনাকে দিনভর ফ্রেশ রাখবে।

ঢাকা বিজনেস/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com