ঝড় তুলে নবির বিদায়


ক্রীড়া ডেস্ক , : 05-09-2023

ঝড় তুলে নবির বিদায়

এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করতে আফগানিস্তানের সামনে কঠিন সমীকরণ দাঁড় করিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। সুপার ফোর নিশ্চিতের জন্য লঙ্কানদের ছুঁড়ে দেয়া ২৯২ রানের লক্ষ্যটা আফগানিস্তানকে টপকাতে হতো ৩৭.১ ওভারে। বাস্তবিকপক্ষে বিষয়টা বেশ কঠিন মনে হলেও গাদ্দাফি স্টেডিয়ামে জেগে ওঠা মোহাম্মদ নবি ঝড়ে এখন সুপার ফোরের স্বপ্ন বুনতে শুরু করেছে আফগানরা।  বাঁচা মরার লড়াইয়ে ম্যাচে ঝড়ো ফিফটি তুলে নিয়ে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ নবী।

২৮ ওভার শেষে ৫ উইকেটে আফগানদের সংগ্রহ ২০৮ রান। সুপার ফোরে জায়গা করে নিতে ৯ ওভারে তাদের প্রয়োজন ৮৪ রান।

ঢাকা বিজনেস/এমএ/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com