বর্তমানে ২৩ বস্ত্রকল বন্ধ: সংসদে পাটমন্ত্রী


স্টাফ রিপোর্টার , : 05-09-2023

বর্তমানে ২৩ বস্ত্রকল বন্ধ: সংসদে পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‌‘বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) শুধু রাষ্ট্রীয় মালিকানাধীন বস্ত্রকলগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে থাকে। বিএমটিসির নিয়ন্ত্রণে বর্তমানে ২৫টি বস্ত্রকল রয়েছে। এরমধ্যে দুইটি ভাড়া পদ্ধতিতে চালু রয়েছে এবং বাকিগুলো বন্ধ রয়েছে।’

সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য হাজী সেলিমের প্রশ্নের জবাবে পাটমন্ত্রী এ কথা বলেন। 

সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের স্থানীয় বাজারে বছরে বস্ত্রের চাহিদার পরিমাণ প্রায় সাত বিলিয়ন মিটার। দেশের বাজারে বস্ত্রের চাহিদার ঘাটতি নেই। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ওভেন এবং ডেনিম বস্ত্রের চাহিদা প্রায় ৮ বিলিয়ন মিটার। এরমধ্যে প্রায় ৪ বিলিয়ন মিটার দেশে উৎপাদিত হয় এবং প্রায় ৪ বিলিয়ন মিটার আমদানি করা হয়।’

তবে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নিট সুতার চাহিদা প্রায় ১৬ লাখ টনের মধ্যে প্রায় ১২ লাখ টন সুতা দেশে উৎপাদন হয় এবং প্রায় ৪ লাখ টন ঘাটতি রয়েছে, যা আমদানি করা হয়।

পাটমন্ত্রী বলেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর পোশাক কর্তৃপক্ষ হিসেবে বস্ত্র শিল্পের নিবন্ধন দিয়েছে। পোষক কর্তৃপক্ষের সেবা সহজীকরণের ফলে শিল্প উদ্যোক্তারা দেশে নতুন নতুন বস্ত্র ও সুতা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান স্থাপন করছে। ফলে তৈরি পোশাক রপ্তানির জন্য ওভেন ও ডেনিম বস্ত্রের ঘাটতি ক্রমান্বয়ে কমে আসবে।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]