মিরাজের শতকে বড় সংগ্রহের পথে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক , : 03-09-2023

মিরাজের শতকে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করলেন মেহেদী হাসান মিরাজ । আফগানিস্তনের বিপক্ষে ১১৪ বলে ১০০ রান করেছেন তিনি।

রোববার এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। উড়ন্ত শুরুর পর নাঈম-হৃদয়ের বিদায়ে কিছুটা চাপে পড়েছিল টাইগাররা। তবে হাল ধরেছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিচ্ছে বাংলাদেশ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪২ ওভার শেষে  ২ উইকেটে  ২৫২ রান।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]