‘চলতি বছর ১৫ লাখ লোক বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে’


ঢাকা বিজনেস রিপোর্ট , : 07-01-2023

‘চলতি বছর ১৫ লাখ লোক বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‌‘চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে নতুন করে আরও প্রায় ১৫ লাখ লোক বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার।’

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘চলতি বছর নতুন করে ১৫ লাখ লোক বিদেশে পাঠানোর প্রত্যাশা করছে সরকার। আমাদের শ্রম বাজার সম্প্রসারিত হচ্ছে। এতে প্রবাসীদের আয় বাড়বে, চীনে বড় শ্রম বাজার সৃষ্টি হচ্ছে। এছাড়া রোমানিয়া, গ্রিস, ইটালিতে এখন অনেক লোক যাচ্ছে। লিবিয়াতেও লোক পাঠানোর চেষ্টা চলছে।’ 

দক্ষতা অর্জন করে ও নিয়ম মেনে বিদেশে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশের লোকেরা বিদেশে যে কাজে যায় সেখানে গিয়ে তা ছেড়ে দেয়। এতে করে দেশের সম্মান ক্ষুন্ন হয়।’ 

তিনি প্রবাসীদের রেমিট্যান্স প্রসঙ্গে বলেন, ‘আগামী জুন মাসের মধ্যে রেমিট্যান্স আগের বছরের সমপরিমাণ অর্থাৎ ২২ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।’ 

২০২০-২১ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স কমে যাওয়া প্রসঙ্গে ইমরান আহমদ বলেন, ‘ওই সময় করোনার কারণে অনেকে সবকিছু গুটিয়ে দেশে ফিরে এসেছিলেন। এছাড়া যারা বিদেশে ছিলেন তাদের কোনো কাজকর্ম না থাকার কারণে রেমিট্যান্সেরও পরিমাণ কমে যায়। এখন আবারও প্রবাসীরা বিভিন্ন দেশে তাদের পুরনো কর্মস্থলে ফিরে যাচ্ছেন। তারা গিয়ে রেমিট্যান্স পাঠানো শুরু করলে সবকিছু ঠিক হয়ে যাবে।’ 

মন্ত্রী ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দশ্যে বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীরা কাজের ফাউন্ডেশন তৈরি করেন। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশ গড়ার কাজ করতে হবে। দেশের স্বাধীনতার জন্য ৩০ লাখ লোক রক্ত দিয়েছেন। আমরা ৩০ লাখ লোকের রক্ত ঋণের ওপর দাঁড়িয়ে আছি, আমাদের কাজের মাধ্যমে রক্তের এই ঋণ পরিশোধ করতে হবে।’ 

ঢাকা বিজনেস/এম 

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]