কুমিল্লাকে হারিয়ে জয় দিয়ে বিপিএল শুরু রংপুরের


ক্রীড়া ডেস্ক , : 06-01-2023

কুমিল্লাকে হারিয়ে জয় দিয়ে বিপিএল শুরু রংপুরের

১৭৭ রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ১৪২ রান করে গুটিয়ে গেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স পেলো ৩৪ রানের সহজ জয়।

তবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে চলতি বিপিএলে মাঠে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু হার দিয়ে এবারের আসর শুরু করতে করেছে ইমরুল কায়েসের দল।

শীতের শিশিরের কথা মাথায় রেখে রাতের ম্যাচে টসে জিতে পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল। তবে তাদের পরিকল্পনা কাজে লাগেনি। বরং টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্স রনি তালুকদারের ঝড়ে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে। 

মাত্র ১৯ বলে ফিফটি হাঁকান রনি। চলতি বিপিএলের প্রথম ফিফটি। বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের। এই অলরাউন্ডার মাত্র ১৩ বলে ফিফটি হাঁকিয়েছেন গত আসরেই। রনি শেষ পর্যন্ত ৩১ বলে ১১ চার ও ১টি ছয়ে ২১৬ স্ট্রাইক রেটে ৬৭ রান করে আউট হন। 

কুমিল্লার পক্ষে চারজন বোলার একটি করে উইকেট শিকার করেছেন। এদিকে রংপুরের ছয় বোলারের প্রত্যেকে উইকেট শিকার করেন। এরমধ্যে হাসান মাহমুদ ২০ রানে ৩টি শিকার করেন। ২ উইকেট শিকার করেন রবিউল হক এবং সিকান্দার রাজা।

ঢাকা বিজনেস/এম 

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com