গাজীপুরে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু


কালিয়াকৈর সংবাদদাতা , : 01-09-2023

গাজীপুরে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ৬ ঘণ্টার পর পানিতে ডুবে যাওয়া সিয়াম (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) উপজেলার মকশ  বিলে এই ঘটনা ঘটে। শুক্রবার (১ সেপ্টেম্বর)  ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল  মৃতদেহটি উদ্ধার করে। কালিয়াকৈর থানার পুলিশের উপ- পরিদর্শক মনিরুজ্জামান এই তথ্যটি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  মাঝখান এলাকার মর্নিং সান স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা মিলে নৌ ভ্রমণে বের হন, সন্ধ্যায় ফেরার পথে শিক্ষার্থীদের বহন করা ইঞ্জিন চালিত নৌকা মকশ  বিলে থাকা ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারের আটকে  নৌকায় আগুন ধরে যায়। শিক্ষক-শিক্ষার্থীরা তীরে উঠতে পারলেও সিয়াম পানিতে তলিয়ে যায়।

কালিয়াকৈর থানার পুলিশের উপ- পরিদর্শক মনিরুজ্জামান পিপিএম জানান, নিহত সিয়ামের স্বজনেরা মামলা করতে রাজি না হওয়ায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের  কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com