কক্সবাজারে গ্যাস সিলিন্ডার লিকেজ, ১১ জেলে আহত


কক্সবাজার প্রতিনিধি , : 01-09-2023

কক্সবাজারে  গ্যাস সিলিন্ডার লিকেজ, ১১ জেলে আহত

কক্সবাজারের শহরের নুনিয়াছড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনে ১১ জেলে আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার সদরের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

আগুনে আহতরা হলেন, নৌকার মাঝি দুলাল (৩৭), শফিক (২৭), দিল আহমেদ (৩৪)।  তাৎক্ষণিকভাবে বাকি ৮ জনের নাম-পরিচয় জানা যায়নি।

ভুক্তভোগী নৌকার মাঝি দুলাল বলেন, ‘তরকারি গরম করছিল। ওই সময় হঠাৎ সিলিন্ডার লিকেজ হয়। এতে আমিসহ নৌকার ১১ জন গুরুতর আহত হই। আমাদের মধ্যে ৭জনের আবস্থা আশঙ্কজনক। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

কাউন্সিলর মিজান বলেন, ‘বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে তারা ৬ নম্বর ঘাটে আসছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়। গিয়ে দেখি নোঙ্গর করা অবস্থায় নৌকায় থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটি লিকেজ হয়েছে। এতে নৌকার ১১ জন জেলের গায়ে আগুন লেগেছে। ওই সময় পাশে থাকা জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেন।’

ঢাকা বিজনেস/আনাম/এনই 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com