৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক , : 31-08-2023

৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

এশিয়া কাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে অধিনায়ক সাকিব আল হাসানসহ ৩ উইকেট হারিয়ে চাপে রয়েছে টাইগাররা। ব্যাটিং করতে নেমে মাত্র ৫ রান করে প্যাভিলয়নে ফিরে যান টাইগার অধিনায়ক। 

এর আগে ৭.৪ ওভারে ধনঞ্জয় ডি সিলভার বলে ১৬ রানে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম। অভিষেকেই শূন্যতে ফিরলেন টাইগার ওপেনার তানজিদ হাসান। ম্যাচের দ্বিতীয় ওভারে মহেশ তীক্ষণের বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন তিনি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান। সাকিব ৫ ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত ১২ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ঢাকা বিজেনস/এমএ/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com