টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক , : 31-08-2023

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

হাইব্রিড মডেলে সহ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে দলে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়। লিটনের মতো ইনজুরির কারণে ছিটকে পড়েছেন পেসার এবাদত হোসেনও।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]