কক্সবাজারে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


কক্সবাজার করেসপন্ডেন্ট , : 30-08-2023

কক্সবাজারে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় তন্নী চৌধুরী নামে একজন কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৫টার দিকে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, তন্নী বাসায় একা ছিলেন। বিকালে তার মা সুভা চৌধুরী একাধিকবার ফোন করেও সাড়া না পাওয়ায় স্থানীয়দের দেখতে বলেন। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান।

নিহত তন্নী চৌধুরী রিতু বৈদ্যঘোনা এলাকার নেপাল চৌধুরীর মেয়ে। তিনি কক্সবাজার সিটি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী। 

ওসি আরও বলেন, ময়নাতদন্তের পর সুরতহাল রিপোর্ট পেলে এই মৃত্যুর রহস্য জানা যাবে।

তাফহীম/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]