টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত


টাঙ্গাইল প্রতিনিধি , : 28-08-2023

টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

টাঙ্গাইলে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এই জেলায় একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হলো। এ নিয়ে সোমবার (২৮ আগস্ট) সকাল পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৮০ জনে। রোগীরা জেলা শহরের হাসপাতাল ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুযায়ী, এর আগে জেলায় গত ১০ আগস্ট সর্বোচ্চ ৫৭ জন ডেঙ্গুতে শনাক্ত হয়েছিল। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত রোগী ১ হাজার ৫১৪ জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৯ জন। হাসপাতালে ৫ জন রোগী মৃত্যুবরণ করেছেন। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১৪১ জন রোগী।

জেলা শহরের বাইরে উপজেলা পর্যায়ে সবার্ধিক ডেঙ্গু শনাক্ত হয়েছে নাগরপুর উপজেলায়। নতুন শনাক্তদের মধ্যে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ৯ জন, সদর উপজেলায় ২ জন,  নাগরপুরে ১৭  জন, মধুপুরে গোপালপুর ৬ জন এবং  ধনবাড়ীত উপজেলায় ৪ জন।  

সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা বলেন, 'বর্তমানে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি মাসে আরও রোগী বাড়ার সম্ভবনা রয়েছে। শনাক্ত বেশিরভাগ রোগী জুলাই, জুন এবং চলতি আগস্ট মাসের।'

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান বলেন, 'বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে।' আক্রান্ত রোগীদের জন্য মশারি টাঙিয়ে আলাদা ব্যবস্থার করা হয়েছে বলে তিনি জানান। 

ঢাকা বিজনেস/নোমান/এন  


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com