চট্টগ্রামে ফের ভারীবর্ষণ, দুর্ভোগে পরীক্ষার্থীরা


মোহাম্মদ শাহাদাত হোসেন, চট্টগ্রাম , : 27-08-2023

চট্টগ্রামে ফের ভারীবর্ষণ, দুর্ভোগে পরীক্ষার্থীরা

ফের ভারীবর্ষণে ভাসছে চট্টগ্রাম মহানগরী। রবিবার (২৭ আগস্ট) সকাল থেকে  পানিবন্দি হয়ে পড়েছেন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, ভারীবর্ষণের ফলে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ও মুরাদপুর এলাকা ডুবে গেছে। তলিয়ে গেছে সড়ক ও অলিগলি। ড্রেনের ময়লা-আবর্জনা ও নোংরা পানি সড়কে উঠে এসেছে।  ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় পানি সরতে না পারছে না। ফলে অনেক ঘর ও দোকানপাটের ভেতর পানি ঢুকে পড়েছে। 

বৃষ্টিতে কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকা মোহরা, হামিদচর, চর রাঙামাটিয়া, চান্দগাঁও, বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, বহদ্দারহাট, বাস টার্মিনাল, কাপ্তাই রাস্তার মাথা, খাজা রোড, মিয়াখান নগর, প্রবর্তক মোড় ডুবে গেছে। এছাড়া আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক, চান্দগাঁও, বাকলিয়া, চাক্তাই-খাতুনগঞ্জ, রিয়াজ উদ্দিন বাজারসহ নগরীর নিচু এলাকার সড়কগুলোতে হাঁটুপানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতা দেখা দেয় মেহেদীবাগ, ষোলশহর ২ নম্বর গেট, মুরাদপুর, ছোটপুল-বড়পুল, গোসাইলডাঙ্গা ও হালিশহরের বিভিন্ন এলাকায়।

এসব এলাকার প্রধান সড়কের কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও বুক ছুঁই ছুঁই পানিতে তলিয়ে গেছে। ফলে সকালে কর্মস্থলগামী মানুষ এবং এইচএসসি পরীক্ষার্থীদের চরম বিপাকে পড়তে হয়। অনেক পরীক্ষার্থীকে হাঁটুপানি ডিঙিয়ে পরীক্ষাকেন্দ্রের দিকে ছুটতে দেখা গেছে। 

নগরীর বহদ্দারহাট এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, ‘জলাবদ্ধতার নিরসন করার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করেছে সংশ্লিষ্ট সংস্থা। কিন্তু জলাবদ্ধতা কমছে না। বরং প্রতি বছরই দেখছি নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বৃষ্টি হলেই পানি উঠবে, এটা যেন নিয়ম হয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে কাজ চললেও আমরা সুফল পাচ্ছি না। বহদ্দারহাট থেকে মুরাদপুর পর্যন্ত হাঁটুপানি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা ও পানিবন্দি মানুষের দুর্ভোগের চিত্র পোস্ট করেছেন অনেকে। কেউ কেউ জলাবদ্ধ এ নগরীকে বঙ্গোপসাগর, কেউবা কর্ণফুলী নদীর সঙ্গে তুলনা করে নানা উপহাসধর্মী পোস্টও দিয়েছেন।

এইচএসসি পরীক্ষার্থীর অভিভাবক  মাজেদুল হক বলেন, ‘সকাল বেলা ঘুম থেকেই উঠে দেখি রাস্তায় হাঁটুপানি। পরে ক্রমাগত বাড়তে থাকে ছেলেকে নিয়ে অনেক কষ্ট করে পরীক্ষাকেন্দ্রে দিয়ে আসি।’

এদিকে, জলবদ্ধতার ফলে চট্টগ্রাম মহানগরের ২৭টি পরীক্ষাকেন্দ্রে রবিবারের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের একঘণ্টা পর বেলা ১১টা থেকে শুরু হয়েছে। নগরীর চান্দগাঁও এলাকার কাউন্সিলর মোহাম্মদ এসরারুল হক নগরীর জলবদ্ধতা নিয়ে বলেন, ‘সরকারের উন্নয়ন প্রকল্প হিসেবে চট্টগ্রামে জলবদ্ধতার কাজ চলমান রয়েছে। যার কাজ এখনো শেষ হয়নি। তাই নগরবাসীর কষ্ট হচ্ছে। আশা করি, আগামী বর্ষার আগে নগরবাসী এক নতুন চট্টগ্রাম পাবে।’ 

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল দাস বলেন, ‘মৌসুমী বায়ুর প্রভবে শনিবার মধ্যরাত থেকে চট্টগ্রামে ভারীবর্ষণ হচ্ছে। রবিবার সকাল ১০টা পর্যন্ত ৮৩ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।’ 

ঢাকা বিজনেস/এনই


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com