চট্টগ্রামে পাহাড়ধসে বাবা-মেয়ে নিহত


চট্টগ্রাম সংবাদদাতা , : 27-08-2023

চট্টগ্রামে পাহাড়ধসে বাবা-মেয়ে নিহত

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন আই ডব্লিউ কলোনি এলাকায় পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ওই কলোনির মো. সোহেল (৩৫) ও তার ৭ মাস বয়সী কন্যাশিশু বিবি জান্নাত। এ ঘটনায় আহত হয়েছেন নিহত সোহেলের স্ত্রী শরীফা বেগম (৪৫)।

রবিবার (২৭ আগস্ট) সকাল ৬টায় নগরীর ষোলশহর রেল স্টেশনের পেছনে এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

মো. আখতারুজ্জামান বলেন, 'ভারি বৃষ্টিপাতের কারণে ভোরে ষোলশহর রেল স্টেশনের পেছনে আই ডব্লিউ কলোনিতে পাহাড় ধসে পড়ে। এতে ঘরের দেয়াল ভেঙে সোহেল, তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল ও তার মেয়েকে মৃত ঘোষণা করেন।চিকিৎসাধীন রয়েছে আহত স্ত্রী শরীফা বেগম।'

ঢাকা বিজনেস/শাহাদাত/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com