যমুনার ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ চান স্থানীয়রা


টাঙ্গাইল প্রতিনিধি , : 24-08-2023

যমুনার ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ চান স্থানীয়রা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ। ফলে বসতভিটা-ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে শতশত পরিবার। নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে নানা স্থাপনাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এমন অবস্থায় ভাঙনরোধে জিও ব্যাগ ফেলাসহ স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে নদীপাড়ের মানুষ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর সড়ক অবরোধ করে উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা এলাকায় এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনের কারণে সড়কের দেড় থেকে দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তার আশ্বাসে বিক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত নদীপাড়ের মানুষ অবরোধ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।মানববন্ধনে অংশ নেয়া বৃদ্ধা লাভলী বেগম বলেন, 'বর্ষাকালে আমাদের ঘরবাড়িসহ ফসলি জমি নদীতে বিলীন হয়ে যায়। ভাঙনের সময় অনেকেই ভাঙন দেখতে আসে আর আশ্বাস দিয়ে যায়। তারা আমাদের খোঁজ খবরও রাখে না। তাই আমরা বসতবাড়ি রক্ষায় বাধ্য হয়ে নদী ভাঙনে সড়ক অবরোধে রাস্তায় নেমেছি।'

ভাঙনের শিকার হাসেম মুন্সী ও রাজীব মিয়াসহ অনেকেই বলেন, 'বর্তমানে নিকরাইল ইউনিয়নের উত্তর পাটিতাপাড়ার আশপাশের এলাকায় ভাঙনরোধে জিওব্যাগ ফেলা হলেও আমাদের অংশে না ফেলায় ভাঙন অব্যাহত রয়েছে। এখন আমরা ত্রাণ সহায়তা বা কোনো আশ্বাস চাই না। আমরা চাই স্থাঁয়ী বাঁধ।'

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেন বলেন, 'সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধের জায়গায় যাই। ভাঙন এলাকা সরেজমিনে পরিদর্শন করি। দ্রুত জিওব্যাগ ডাম্পিংয়ের আশ্বাস দিলে ভাঙন কবলিতরা অবরোধ তুলে নেয়। দু’একদিনের মধ্যে জিওব্যাগ ডাম্পিং শুরু হবে।' 

ঢাকা বিজনেস/নোমান/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]