২৯ আগস্ট আসছে ‘অপলাপ’


বিনোদন ডেস্ক , : 23-08-2023

২৯ আগস্ট আসছে ‘অপলাপ’

সাইক্রিয়াটিস্ট অর্ক রহমানকে গ্রেপ্তার করা হয়েছে স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসাবাদে অকপটে খুনের দায় স্বীকার করেন অর্ক। এদিকে অর্কের মামার দাবি, কোনো চাপে পড়ে অর্ক খুনের দায় কাঁধে নিচ্ছে।

মামলা চলে যায় আদালতে। অর্কের ব্যক্তিগত সেক্রেটারি বর্ষারও বিশ্বাস অর্ক খুন করেনি। সাহায্যের আশায় বর্ষা শরণাপন্ন হয় অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের।

এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে ‘দীপ্ত প্লে’র অরিজিনাল ফিল্ম ‘অপলাপ’। এতে অভিনয় করেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, নায়ক জিয়াউল রোশান, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তী উর্বী প্রমুখ।

পরিচালক মোহাম্মদ আলী মুন্না বলেন, 'অপলাপ মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি সন্দেহ, ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেন দর্শক সন্দেহের ভয়াবহতার ব্যাপারে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।'

জানা গেছে, নাজিম উদ দৌলার রচনায় ‘অপলাপ’ ফিল্ম আগামী ২৯ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে।

ঢাকা বিজনেস/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]