এশিয়া কাপের জন্য দল ঘোষণা ভারতের


ক্রীড়া ডেস্ক , : 21-08-2023

এশিয়া কাপের জন্য দল ঘোষণা ভারতের

নানা নাটকীয়তার পর অবশেষে এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তিলক ভার্মা। সোমবার (২১ আগস্ট) জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এই তথ্য জানিয়েছে।

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা জাসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ার ফিরেছেন ভারতের দলে। 

ভারত এশিয়া কাপ দল:

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সুর্যকুমার যাদব, তিলক ভার্মা ও প্রসিদ্ধ কৃষ্ণা।

রিজার্ভ খেলোয়াড়: সাঞ্জু স্যামসন।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]