জীবন জীবনের জন্য


ঢাকা বিজনেস ডেস্ক , : 20-08-2023

জীবন জীবনের জন্য

ভুপেন হাজারিকার বিখ্যাত একটি গান আছে- 'মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে'। কিন্তু সাধারণত, মানুষের জীবনের মূল্য সবার কাছে থাকলেও অবলা কোনো প্রাণীর জীবনের মূল্য যেন নেই কারও কাছে। অথচ, স্বামী বিবেকানন্দ বলেছেন, 'জীবে প্রেম করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর'। আর অবলা জীবের প্রতি প্রেম থাকা একজন মানুষ নুরুজ্জামান কাফি। সোশ্যাল মিডিয়ায় তিনি 'কাফি ভাই' নামেই বেশি পরিচিত। 



কুকুরের প্রতি প্রেম, কুকুরের প্রতি ভালোবাসা। আর এই প্রেম ভালোবাসা থেকে অগাধ বিশ্বাস। কুকুরকে আদর যত্ন না করলে পূর্ণতা পায় না কাফির দিন। সব সময়ের সঙ্গী প্রিয় কুকুর। যেনো এটিই অনন্য করে তুলেছে কাফিকে। মানুষের কাছে পরিচিত করে তুলেছে কুকুর প্রেমী কাফি নামে। বর্তমানে তার তৈরি কন্টেন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি যেমন হয়েছেন জনপ্রিয়, তেমনি সকলের প্রিয় তার সঙ্গী কুকুরটিও। অফলাইন কিংবা অনলাইনে দুই জগতেই তার থেকে তার কুকুরের জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। কাফির কুকুরটি শুধু কুকুরই নয়, কাফির বিশ্বস্ত একজন সহযোদ্ধাও। এই কুকুরটি ছাড়া তার কন্টেন্ট যেন অপূর্ণ। বলা যায়, কুকুর ছাড়া ভিডিও যেন লবন ছাড়া তরকারির মত।

কাফি পটুয়াখালি জেলার, কলাপাড়া উপজেলার ছেলে। কাফির ভিডিও কন্টেন্ট বানানোর শুরুটা ২০১৯ সালে। তিনি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় আরেকটু রং মাখিয়ে হাস্যরস ভাবে ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলো হাস্যরসে ভরা থাকলেও দেশের সংকটময় পরিস্থিতিসহ নানা অসংহতি, দূর্নীতি, অনিয়মের প্রতিবাদ থাকে তার ভিডিওতে। আর তার সে সব ভিডিও পছন্দ করেন লাখো দর্শক।


সাক্ষাৎকারে কাফি বলেন, ' আমার ইচ্ছে সমাজটাকে বদলে দেয়ার, অন্যায়কে রুখে দেয়ার। বয়স আঠেরোতে কেউ চুপটি মেরে বসে থাকে না, আমিও বসে থাকবো না। আঠেরোর তরুণদের নিয়েই বর্তমান সমাজের চিত্র পাল্টাবো। আর এসব চিন্তা থেকেই শুরু হয় ভিডিও বানানো।'

ঢাকা বিজনেস/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com