আগস্ট ঘিরে বিএনপি-জামাত নাশকতার ছক করেছে: তথ্যমন্ত্রী


স্টাফ রিপোর্টার , : 15-08-2023

আগস্ট ঘিরে বিএনপি-জামাত নাশকতার ছক করেছে: তথ্যমন্ত্রী

জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর স্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এটি হচ্ছে বিএনপি-জামাত আগস্ট মাসজুড়ে দেশব্যাপী যে নাশকতা-বিশৃঙ্খলার পরিকল্পনা করেছে, তারই অংশ।’

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে তথ্য ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়  তিনি এসব কথা বলেন। 

আগস্ট মাস এলেই স্বাধীনতাবিরোধী অপশক্তি, জঙ্গিগোষ্ঠী তৎপর হয়ে ওঠে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, '১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়েছে। ১৭ আগস্ট সারাদেশে পাঁচশ' জায়গায় বোমা ফাটানো হয়েছে। ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলাতেই বোমা ফাটানো হয়েছে।'

আগস্ট মাসকে বাঙালি জীবনের  বেদনাবিধূর মাস হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘এই আগস্ট মাসেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। এই আগস্ট মাসেই মহাপ্রয়াণ ঘটেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, মৃত্যুবরণ করেছেন দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই আগস্ট মাসেই ফাঁসির মঞ্চে নিজে গলায় দড়ি পরেছেন ক্ষুদিরাম বসু।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বাঙালি জীবনের বেদনাবিধূর এই মাস এলেই বাঙালিবিরোধী,  বাঙালিত্ববিরোধী, আমাদের কৃষ্টি-সংস্কৃতিবিরোধী, দেশবিরোধী অপশক্তি তৎপর হয়। সে জন্য আমাদের সবার সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। আর দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

ঢাকা বিজনেস/এনই


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com