৩ মেঘা প্রকল্প উদ্বোধনের সময় জানালেন সেতুমন্ত্রী


স্টাফ রিপোর্টার , : 14-08-2023

৩ মেঘা প্রকল্প উদ্বোধনের সময় জানালেন সেতুমন্ত্রী

দেশের ৩ মেঘা প্রকল্প উদ্বোধনের সময় জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের এয়ারপোর্ট থেকে ফার্মগেট অংশ ২ সেপ্টেম্বর এবং বঙ্গবন্ধু টানেল ২৮ অক্টোবর উদ্বোধন করা হবে। এছাড়া, মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ অক্টোবরের মাঝামাঝি সময়ে উদ্বোধন করা হবে।’ 

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর সেতু ভবনে সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন।

সেতুমন্ত্রী বলেন, ‌‘আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২৮ অক্টোবর উদ্বোধন করা হবে।’

কাদের বলেন, ‘২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর অক্টোবরের মাঝামাঝি সময়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]